Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৮:২৮

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শুক্রবার (১৭ নভেম্বর)। এদিন বিকেল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (এমপি)।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি) দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করে গঠিত দলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আরও ১৪টি উপ-কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। আগামীকালের সভায় কো চেয়ারম্যান চূড়ান্ত করতে পারে দলটি।

সারাবাংলা/এনআর/এনইউ
বিজ্ঞাপন

আরো