Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষা ও গবেষণায় রাবিপ্রবি-ইবি সমঝোতা স্মারক সই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ২২:৩৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ০২:৪৮

শিক্ষা ও গবেষণায় সমঝোতা স্মারক সই হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: শিক্ষা ও গবেষণা কার্যক্রম যৌথভাবে পরিচালনার লক্ষ্য নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাবিপ্রবির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার সভাকক্ষে স্মারক সই অনুষ্ঠিত হয়। রাবিপ্রবির জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি হবে।

রাবিপ্রবি রেজিস্ট্রারের পক্ষে জনসংযোগ দফতরের উপপরিচালক মো. সাইফুল আলম স্মারক বিনিময় এবং ইবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে রাবিপ্রবি উপাচার্য ড. সেলিনা আখতার, উপউপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা ও প্রক্টর জুয়েল সিকদার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলি হাসান ও উপরেজিষ্ট্রর চন্দন কুমার দাশ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি রাবিপ্রবি-ইবি সমঝোতা সমঝোতা স্মারক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর