টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
১৬ নভেম্বর ২০২৩ ০০:০৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১০:৫৭
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন তিন জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে টিএসসির সোপার্জিত স্বাধীনতা চত্বরের পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আটক তিন জন হলেন- নূর মোহাম্মদ শিকদার (২৩), বখতিয়ার চৌধুরী শাহিন (২৭) ও রুবেল।
বিস্ফোরণের কিছুক্ষণ আগেই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশটি শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পর পর অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বাংলাদেশ ছাত্রলীগের মাদরাসা শিক্ষাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘১০টা ১০ থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে ৪/৫টি ককটেল বিস্ফোরিত হয়। এর পর তিন জনকে বাইকে করে পালিয়ে যেতে দেখে আমরা হাতে-নাতে ধরি।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পেরেছি। কিছুক্ষণ পর বিস্তারিত বলতে পারব।’
সারাবাংলা/আরআইআর/পিটিএম