Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধানে জন্য আদালত এই আদেশ দেন।

বুধবার (১৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এই আদেশ দেন।

বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

জানা গেছে, ক্রোক হওয়া সম্পদের মধ্যে বাচ্চুর নামে রাজধানীর বসুন্ধরায় ২২৮ শতক জমি, যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজারমূল্য ৬৪ লাখ টাকা। এছাড়া তার পরিবারের নামে ক্যান্টমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি, যার বাজারমূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে গিয়ে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পান। এরপর দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের আবেদন করেন।

সারাবাংলা/এআই/পিটিএম