Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক পিএলসি. ও ভেজথানি হাসপাতালের সমঝোতা চুক্তি সই 

সারাবাংলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১৪:১৬

ঢাকা: যমুনা ব্যাংক পিএলসি. এবং থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালের মধ্যে একটি পারস্পরিক চুক্তি সই হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) রাজধানীর যমুনা ব্যাংক কর্পোরেট ভবনে চুক্তিটি সই হয়।

যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. কে. এম. আতিকুর রহমান এবং ভেজথানি হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার মারিয়া ঝিগুনোভা (মাশা) এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং সুপারভাইজার জনি মে জাভা-সারডন, তাদের নিজস্ব কোম্পানির পক্ষে কৌশলগত চুক্তিতে সই করেন।

এই সমঝোতা স্মারকের অধীনে, যমুনা ব্যাংকের সকল ক্রেডিট কার্ডের গ্রাহক ভেজথানি হাসপাতাল থেকে সমস্ত আউটডোর এবং ইনডোর মেডিকেল পরীক্ষার উপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। এ সময় যমুনা ব্যাংক এবং ভেজথানি হাসপাতালের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর