পুলিশ হত্যা: ছাত্রদল নেতা আমান ফের রিমান্ডে
১৪ নভেম্বর ২০২৩ ১৯:৫২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ২২:২৪
ঢাকা: বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের সময় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা মামলায় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম সাত দিনের রিমান্ড শেষে
আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আমানের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
আমানুল্লাহ আমানকে গত ৬ অক্টোবর বিকেলে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে গ্রেফতা করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এরপর গত ৭ নভেম্বর আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
সারাবাংলা/এআই/এনইউ