মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন
সারাবাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ০৯:৫৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১০:০৩
১৪ নভেম্বর ২০২৩ ০৯:৫৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১০:০৩
ঢাকা: ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধি মেধাবী ছাত্র-ছাত্রী এবং যমুনা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এসময় ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও