২ উপনির্বাচনে ৩ কেন্দ্রের ফল বাতিল করে গেজেটের সিদ্ধান্ত
১৩ নভেম্বর ২০২৩ ১৮:১৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৯:২০
ঢাকা: লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট বাতিল করে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্যা জানান।
ইসি সচিব বলেন, ‘দুইটি আসনের উপ-নির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পেয়েছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্র জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়া ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রটির ফলাফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফলাফল ঘোষণা করলে, পরে কমিশন গেজেট প্রকাশ করবে।’
ইসি সচিব বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে দুইটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তারা। সেখানেও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কেন্দ্র দুটোর ফলাফল বাতিল করে, সংশোধিত ফলাফলের ওপর গেজেট প্রকাশ করবেন।’
তিনি আরও বলেন, ‘যে তিনটি কেন্দ্রের অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে ওই তিনটি কেন্দ্রের ফলাফল বাতিল করলে বিজয়ী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান অনেক বেশি হওয়ায় নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়বে না।’
সারাবাংলা/জিএস/একে