Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ১৮:০৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ২০:১২

ঢাকা: একাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন শপথ নিয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো