পিটার হাসকে হত্যার হুমকি: আ.লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন
১৩ নভেম্বর ২০২৩ ১৫:১৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১৫:৩০
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এই মামলার আবেদন করেন।
এসয়ম আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন, চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।
বাদীর অভিযোগ থেকে জানা যায়, গত ৬ নভেম্বর বাঁশখালির এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামিদের উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশ্য করে প্রকাশ্যে জনসভায় হুমকি দেন।
জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার হাস ও বাংলাদেশের নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. মোহাম্মদ ইউনূসের সমালোচনাও করেন। পিটার হাসকে ‘বিএনপির ভগবান’ বলেও ব্যঙ্গ করেন মুজিবল হক চৌধুরী।
এসময় তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি এবং তাকে জবাই করে খেয়ে ফেলবেন বলেও হুমকি দেন।
এজাহারে আরও বলা হয়, গত ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় এসব খবর প্রকাশিত হয়। সেসব খবর থেকে জানা গেছে, মুজিবুল হক পিটার হাসকে হুমকি দেওয়াসহ বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য ও কুরূচিপূর্ণ মন্তব্য করেছেন। যা হাজার কোটি টাকার মানহানির শামিল।
সারাবাংলা/এআই/এমও