Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ২২:৫১

সিরাজগঞ্জ: নিখোঁজের একদিন পরে সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে জহুরুল ইসলাম জয় (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মালশাপাড়া (ক্রসবার-৩) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত জহুরুলল ইসলাম জয় সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নুর হোসেনের ছেলে।

নিহতের চাচা সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরের পর জহুরুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রোববার সন্ধ্যায় লোক মুখে জানতে পারি বালুচরে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মরদেহটি আমার ভাতিজার।’

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি একদিন আগের। তবে কীভাবে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাব।

সারাবাংলা/পিটিএম

চর যমুনা যুবকের মরদেহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর