Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিস্থিতি যাই হোক নির্বাচন সুষ্ঠু হবে: পরিকল্পনামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৩:৩১

সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি) বলেছেন, পরিস্থিতি যাই হোক নির্বাচন সুষ্ঠু হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই ভোট দিবে। কারণ গ্রামের মানুষ চায় উন্নয়ন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন করে যাচ্ছেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে সুনামগঞ্জের পাগলা আলীয়া মাদ্রাসা শত্রুমর্দন ৯৩০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

বিজ্ঞাপন

পেশাক শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার গামেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৫৮ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না এ বেতন যথেষ্ট কি না। এই বিষয়ে কোনো মন্তব্য ও করতে চাই না।

তিনি বলেন, গামেন্টস শ্রমিকরা পরিশ্রম করেন তারা অব্যশই মজুরি পাবেন এটাই স্বাভাবিক। বেতন নিয়ে কোনো অভিযোগ থাকলে অভিযোগের জায়গায় অভিযোগ করবেন। কিন্তু মাঝখান থেকে কিছু লোক ঢুকে আগুন দিয়ে পোশাকশ্রমিকদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করতে চায়। এটা কাম্য নয়।

এসময় তিনি আরও বলেন, তাদের আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেদিকে সর্তক থাকতে হবে।

সারাবাংলা/এনইউ

জাতীয়-নির্বাচন টপ নিউজ পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর