Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ৩ আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ২০:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ২২:৩৭

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারগারের (কেরানীগঞ্জ) বন্দি তিন আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আসামিরা হলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৩), দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের লিটন মিয়ার ছেলের বাচ্চু মিয়া (৪০) এবং আব্দুর রব (৭০)।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুর রব (৭০)। এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া (৪০) ও বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যায় সেলিম মিয়া (৩৩)।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গত ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন আব্দুর রব (৭০)। সেদিনই তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে আব্দুর রব মারা যান। আসামী সেলিম মিয়া (৩৩) গত রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়ার মৃত্যু হয় এবং শুক্রবার সকাল সাড়ে ১০টায় জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া (৪০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, আসামি সেলিম মিয়া (৩৩) ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হত্যা মামলার আসামি। আসামি বাচ্চু মিয়া (৪০) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া মাদক মামলার আসামি ছিলেন। বাচ্চুর হাজতি নম্বর ২৫১৪৯ ও সেলিমের হাজতি নম্বর ৪৫৯৩০/২৩। তবে আসামি আব্দুর রবের মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

কয়েদির মৃত্যু টপ নিউজ ঢাকা কেন্দ্রীয় কারাগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর