ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
৯ নভেম্বর ২০২৩ ২২:১৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ২২:২৫
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মাদরাসার ১২ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে তার প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে।
আটক শিক্ষক ওই গ্রামের মৃত মোন্নাফ আলীর ছেলে মাসুদুর রহমান (২৫)। সে দক্ষিণ ছাট গোপালপুর দারুল কুরআন বালক-বালিকা নুরানী মাদরাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় মামলা করেছেন।
মামলার এজহার ও পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রকে প্রাইভেট পড়াতো শিক্ষক মাসুদ। গত ৭ নভেম্বর (মঙ্গলবার) মাদরাসার ছুটি হলে সব শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে চলে যায়। বিকেলে ওই ছাত্রকে প্রাইভেট পড়ানোর কথা বলে মাদরাসার দ্বিতীয় শ্রেণির কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করে। এই ঘটনা কাউকে না বলতে নানা ভয়ভীতি দেখায়। পরে সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিস্তারিত ঘটনা জানায়।
গতকাল বুধবার (৮ নভেম্বর) ওই ছাত্রের মা বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে কুড়িগ্রাম কোর্টে পাঠায়।
ওসি রুহুল আমিন জানান, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/একে