Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনের আগে রাষ্ট্রদূতদের মন্তব্যের প্রভাব অনেক বেশি’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ২০:৩১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ২২:২৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম [ফাইল ছবি]

ঢাকা: নির্বাচনের আগে বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের প্রভাব অনেক বেশি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, আমরা কিন্তু অতীতে কিছু কিছু রাষ্ট্রদূতকে ডেকে তাদের কার্যপরিধির বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি।

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘এর আগেও একাধিকবার তারা বলেছেন যে, নির্বাচনের আগে তারা (রাষ্ট্রদূতরা) সতর্ক থাকবেন। কারণ, যে কথাটা ছয় মাস আগে বলেছেন, সেটা যদি আজ আবার রিপিট (পুনর্ব্যক্ত) করেন, সেটার ইমপ্যাক্ট (প্রভাব) কিন্তু আরও বেশি। এখন সবাই নির্বাচন মোডে (নির্বাচনমুখী) গেছে, বা যারা আন্দোলন করছেন তাদের ভাষায় তারা চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টা পছন্দ করি না প্রথম কথা। তারপরেও আমরা একটা কালচারাল স্পেস দিয়েছি। কারণ এই কালচারটা বাংলাদেশে আছে অনেকদিন থেকেই। কিন্তু আমরা চাই সামনের দিনে তারা এই কালচার থেকে সরে আসবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। দুয়েক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এই সময়টায় একটু ধৈর্য্য ধরারও প্রয়োজন আছে। রাষ্ট্রদূতরা আমাদের অতিথি। তারা যদি ভিয়েনা কনভেনশন না মানেন, আমাদের রাষ্ট্র হিসেবে দায়িত্ব আছে।’

কোনো রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে হলে তা দুঃখজনক হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের হাতে বিকল্প না থাকলে যা উপযুক্ত মনে হবে তা আমরা করব।’

সারাবাংলা/আইই/পিটিএম

নির্বাচন প্রভাব রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর