Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধে যান চলাচল স্বাভাবিক, দূরপাল্লার বাস বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ১৭:৫০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১৯:১৭

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন মহাসড়কে পণ্যবাহী পরিবহন কম এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে জেলা ও মহানগরীর অভ্যন্তরীণ রুটে গণপরিবহনসহ যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।

৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) নগরীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। বুধবার ভোর থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার এই অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

বিজ্ঞাপন

এদিন নগরীর খুলশী, আগ্রাবাদ এক্সেস রোড, জিইসি মোড়, নাসিরাবাদ, বহদ্দারহাট, চৌমুহনী, তুলাতলী বিশ্বরোড, দ‌ক্ষিণ বাক‌লিয়া, চাঁন্দগাও বাহির সিগনাল, ডবলমুরিং, সিটি গেইট, বায়েজিদ ২ নম্বর ও বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় মিছিল বের করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে দলীয় সমর্থকরা।

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন চট্টগ্রামে একটি টেম্পো ভাঙচুর করা হয়েছে। সকাল সাতটার দিকে নগরীর টাইগারপাস থেকে পাহাড়তলী আসার পথে যাত্রীবাহী একটি টেম্পোতে পাথর ছুঁড়ে মারা হয়। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। পাথর ছুঁড়ে মারার পর সড়কে টায়ারে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে পুলিশ আসার খবর পেয়ে অবরোধকারীরা পালিয়ে যান।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার সারাবাংলাকে জানান, সকালে টাইগারপাসে একটি টেম্পোতে পাথর ছুঁড়ে মারেন অবরোধকারীরা। এতে ওই গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। পরে অবরোধকারীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

নগরীর একে খান গেইট, অলঙ্কার মোড়, সিটি গেইট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। দামপাড়া কাউন্টার থেকে ঢাকা কিংবা দক্ষিণে কক্সবাজার-বান্দরবানের উদ্দেশে বাস ছেড়ে যায়নি। কাউন্টারগুলো বন্ধ ছিল। শাহ আমানত সেতু এলাকা থেকে কক্সবাজার-বান্দরবানের উদ্দেশে বাস ছেড়ে যেতে দেখা যায়নি। নগরীর অক্সিজেন মোড় থেকে খাগড়াছড়ি এবং চান্দগাঁও বাস টার্মিনাল থেকে রাঙ্গামাটির উদ্দেশে বাস ছেড়ে যায়নি বলে জানা গেছে।

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে বলেন, ‘মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। বলতে গেলে আগেরদিনের তুলনায় বেড়েছে। অবরোধের কোনো চিহ্নই নেই। ’

১০ দিনে ২৫০ নেতাকর্মী গ্রেফতারের দাবি

গত ২৮ অক্টোবর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে ১০ দিনে নগরীর ২৫০ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করার দাবি করেছে নগর বিএনপি। এ সময় নগরীর ১০ থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করার দাবি করা হয়েছে।

১৩টি মামলার মধ্যে চান্দগাঁও থানায় একটি, পাঁচলাইশ থানায় একটি, বায়েজিদ থানায় তিনটি, আকবর শাহ থানায় দু’টি, খুলশী থানায় একটি, পাহাড়তলী থানায় একটি, ইপিজেড থানায় একটি, কোতোয়ালী থানায় একটি, হালিশহর থানায় একটি ও প‌তেঙ্গা থানায় একটি।

নগর বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক ও বর্তমানে দফতরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী সারাবাংলাকে জানান, বিএনপির তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। সবাইকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগ নানা ধরনের নাশকতা করে দায় বিএনপির ওপর চাপাচ্ছে। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির এক দফার আন্দোলনে ভীত। তাই চট্টগ্রামে গণগ্রেফতার শুরু করেছে সরকার।

সারাবাংলা/আইসি/পিটিএম

অবরোধ যান চলাচল স্বাভাবিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর