শারজায় যমুনা ব্যাংকের গেট টুগেদার
সারাবাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৩ ০৯:২১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ০৯:২৩
৬ নভেম্বর ২০২৩ ০৯:২১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ০৯:২৩
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজায় যমুনা ব্যাংক পিএলসি কর্তৃক এনআরবি’র গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. রেদোয়ান-উল করিম আনসারি, মো. ইসমাইল হোসেন সিরাজী এবং রবিন রাজন সাখাওয়াত।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক ও বর্তমান সভাপতি এবং বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. ইসলাম প্রবাসী ভাইদেরকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন।
সারাবাংলা/ইআ