খুলনায় বাসে আগুন
৫ নভেম্বর ২০২৩ ২১:৩০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ০০:৪২
খুলনা: বিএনপির দ্বিতীয় দফায় ডাকা অবরোধের প্রথমদিনে খুলনার রূপসায় বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের তালিমপুর জামে সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানায়, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের যাত্রীবাহী বাসটি আজ দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। এমন অবস্থায় কিছুসংখ্যক ব্যক্তি ভ্যান যোগে এসে বাসে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ‘একদল দুর্বৃত্ত মায়ের আঁচল (খুলনা-ব-৯১৭) বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’
সারাবাংলা/একে