Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাবিদ আবদুল হকের ৬৭তম জন্মবার্ষিকী উদযাপন

সারাবাংলা ডেস্ক
৫ নভেম্বর ২০২৩ ২০:৪৩

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই বরেণ্য শিক্ষাবিদ ও রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আবদুল হক নূরু’র ৬৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (৫ নভেম্বর) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ আয়োজিত মুক্তমঞ্চে দিনটি উদযাপিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারক আহমেদ ও শিক্ষকমণ্ডলী এবং অধ্যক্ষ মো. আবদুল হক নূরুর সহধর্মিণী তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান লাভলী।

বিজ্ঞাপন

এই মুক্তিযোদ্ধার জন্মদিনের রোববার সকাল থেকে রাত পর্যন্ত ফুলেল শুভেচ্ছা বিনিময়, মোমবাতি প্রজ্বালন, কেক কাটা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। কলেজের উন্মুক্ত সবুজ মাঠে শত শত বিশিষ্টজন, ভক্ত-অনুরাগী ও সহযোদ্ধাদের উপস্থিতিতে কাটা হয় ৬৭ পাউন্ড ওজনের কেক।

দ্বিতীয় পর্বে সন্ধ্যা ও রাতের অনুষ্ঠানে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য দিয়ে এবং শেষ হয় সাংস্কৃতিক ও অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর গানের মধ্যদিয়ে।

উজ্জ্বল বর্ণালি জন্মোৎসবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম মুস্তাকুর রহমান, উপাধ্যক্ষ ড. মেহেদী হাসান, কিশোরগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যাপক ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, অষ্টগ্রাম সার্কেলের এএসপি সামুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম ও ওসি মোহাম্মদ আহসান হাবীব।

এ ছাড়াও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখার যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, জেলা ও উপজেলার শিক্ষাবিদ-শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, সমাজ সংস্কারক, সংস্কৃতি ও গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আবদুল হক শিক্ষাবিদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর