Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন চলাচলে আর বাধা নেই কালুরঘাট সেতুতে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ২৩:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তিনটি ইঞ্জিনের মাধ্যমে ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে দিয়ে প্রায় শত বছরের পুরোনো এ সেতুতে ট্রেন চলাচলে আর বাধা থাকল না। শনিবার (৪ নভেম্বর) সকালে তিন দফায় এ ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগ।

চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা সারাবাংলাকে জানান, কালুরঘাট সেতুতে ২২শ সিরিজের লাইট ইঞ্জিন, ২৯শ ও সর্বশেষ তৃতীয় ট্রায়ালে তিন হাজার সিরিজের ইঞ্জিন দিয়ে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ট্রায়াল রানের রিপোর্ট পজিটিভ।

বিজ্ঞাপন

এদিকে, নতুন স্থাপিত রেললাইনে সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে বিশেষ পরিদর্শন টিম নিয়ে রোববার (৫ নভেম্বর) চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন ও আটটি বগি সম্বলিত ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে বলে জানা গেছে। পরিদর্শন টিম ট্রেন নিয়ে চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হয়ে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন ও স্টেশন পরিদর্শন করবেন এবং কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি-না তা খতিয়ে দেখবেন।

কালুরঘাট সেতু দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার পর গত ১ আগস্ট থেকে ব্রিজটি সংস্কার কার্যক্রম শুরু হয়। এর আগে ১৯৮৬-৮৭ এবং ২০০৪-০৫ সালে দুই দফায় সেতুর ব্যাপক সংস্কারকাজ শুরু হয়েছিল। কালুরঘাট ব্রিজ সচল হলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ট্রেন পরিচালনায় আর কোনো বাধা থাকবে না।

ইতোমধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার ডুয়েল গেজ রেললাইন বসানোর কাজ শেষ। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ এলাকায় মিটার গেজের রেললাইন রয়েছে। এই ৪০ কিলোমিটারের মধ্যে কর্ণফুলী নদীর ওপর ২৩৯ মিটার কালুরঘাট সেতু রয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১১ নভেম্বর এ পথে ট্রেন চলাচলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর এ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে ১ ডিসেম্বর থেকে।

সারাবাংলা/আইসি/পিটিএম

কালুরঘাট সেতু ট্রেন চলাচল বাধা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর