Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৩ ১৮:০৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৩ ১৮:১৩

কিশোরগঞ্জ: কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে গ্রেফতারের প্রতিবাদে ভৈরবে রোববার (৫ নভেম্বর) হরতালের ডাক দেওয়া হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ভিডিও বার্তায় ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শাহিন এ ঘোষণা করেছেন।

মো. শাহিন বলেন, ‘শনিবার ভোরে পৌরশহরের কমলপুর এলাকায় একটি বাসা থেকে সাদা পোশাকের একটি দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে। এর প্রতিবাদে রোববার ভৈরবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।’

এর আগে, ভোর ৬টার দিকে ভৈরব পৌরশহরের কমলপুর এলাকা থেকে কেন্দ্রীয় নেতা শরীফুলসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিবি। অপর চারজন হলেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, মাজহার ও শরীফুল আলমের ব্যক্তিগত চালক রতন।

সারাবাংলা/একে

টপ নিউজ ভৈরব হরতাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর