অবরোধের ২ দিনে ২১টি আগুনের খবর জানাল ফায়ার সার্ভিস
১ নভেম্বর ২০২৩ ২২:১০ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ২২:২৬
ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম ও দ্বিতীয় দিন মোট ২৩টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি ও ঢাকার বাইরে ১৬টি আগুনের খবর রয়েছে।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা মোট ২১টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, সাভার, নারায়ণগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি, রাঙ্গুনিয়া) ৪টি, রাজশাহী বিভাগ (বগুড়া, রায়গঞ্জ) ৪টি, রংপুর বিভাগে (পার্বতিপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।’
এদিকে শুধু বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত সোয়া ৭টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা মোট ৮টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ঢাকা সিটিতে ২টি, ঢাকা বিভাগে (গাজীপুর, সাভার) ২টি, চট্টগ্রাম বিভাগে (সীতাকুণ্ড, কর্ণফুলি) ২টি, রাজশাহী বিভাগ (বগুড়া) ১টি, রংপুর বিভাগে (পার্বতীপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৪টি বাস, ১টি লরি, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল পুড়ে যায়।
এর বাইরে রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দ্রুত নিভে যাওয়ায় ফায়ার সার্ভিসকে এ ঘটনায় খবর দেয়নি কেউ। অন্যদিকে, নতুন বাজার এলাকায় আরও একটি বাস আগুনে পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের হিসেবে আসেনি।
শ্যামলী ও নতুন বাজারের আগুনের ঘটনাসহ ফায়ার সার্ভিস যে তথ্য দিয়েছে তা মিলে মোট ২৩টি আগুনের ঘটনা ঘটে গত দু’দিনে।
সারাবাংলা/ইউজে/এমও