Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধের দ্বিতীয় দিনেও চট্টগ্রামে মাঠে আওয়ামী লীগ

সারাবাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৩ ২২:০৫

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

বুধবার (১ নভেম্বর) নগর আওয়ামী লীগের উদ্যোগে ৫টি পয়েন্টে সমাবেশ হয়েছে। নগরীর অক্সিজেন চত্বরে সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সল্টগোলা ক্রসিং মোড়ে সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বহদ্দারহাট চত্বরে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে সমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া এ কে খান মোড়ে যুগ্ম সম্পাদক বদিউল আলম এবং শাহ আমানত সেতু চত্বরে কাউন্সিলর শহীদুল আলমের নেতৃত্বে সমাবেশ হয়েছে। এসব সমাবেশে আওয়ামী লীগ নেতারা হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য রুখে দেয়ার আহ্বান জানান।

এদিকে নগরীর ষোলশহর দু’নম্বর গেইট এলাকায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নিয়ে দিনভর মিছিল-সমাবেশ করেন। অলঙ্কার মোড়ে নগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু’র নেতৃত্বে মিছিল-সমাবেশে যোগ দেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীও।

ষোলশহরের সমাবেশে নুরুল আজিম রনি বলেন, ‘বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপির অবৈধ অবরোধ বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির মধ্যেও চট্টগ্রাম মহানগরে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, অফিস-আদালত খোলা রয়েছে। বিএনপি, ছাত্রদল, জামায়াত ও শিবিরকে প্রতিহত করতে এবং দাঁতভাঙা জবাব দিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে আমরা সবসময় প্রস্তুত আছি।’

বিজ্ঞাপন

সমাবেশে আবদুল্লাহ আল তানিম চৌধুরী, রকিবুল ইসলাম সেলিম, মেহেদী হাসান, রেজাউল আলম রিপন, ফয়সাল রফিক, মো. খোকন, সোহেল আহমেদ সেলু, কুতুব উদ্দিন, সোলাইমান শেঠ, আশিকুন্নবী, মো. মামুন, মো. মারুফ, সৌমিত্র বড়ুয়া, আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, শাহদাৎ হোসেন পারভেজ, শাহাজাদা চৌধুরী, তানভীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন, ইসমাইল হোসেন তারেক, রহিম মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসমাত খান আতিফ, সহ-সম্পাদক মুহাম্মদ আরিফ উদ্দিন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা যুবরাজ দাশ, আবু হানিফ সৌরভ, আরিফ উল্লাহ ওয়াহিদ, সালেক আহমেদ, জালাল উদ্দীন জোবাইর, মুহাম্মদ শিহাব বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এনইউ

অবরোধ আওয়ামী লীগ চট্টগ্রাম টপ নিউজ মাঠ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর