Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৮, আহত ২৪৩: প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৭:০০ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ১৮:৪২

ঢাকা: গত অক্টোবর মাসে রাজনৈতিক সহিংসতায় আটজন নিহত এবং ২৪৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, তিনজন আওয়ামী লীগের কর্মী এবং চারজন বিএনপিকর্মী। এদের মধ্যে দুইজন কিশোরগঞ্জে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) অক্টোবর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার (১ নভ্ম্বের) গণমাধ্যমে ওই প্রতিবেদন পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে অক্টোবর মাসের রাজনৈতিক সহিংসতায় হতাহত ও রাজনৈতিক কর্মীদের আটক-গ্রেফতারের চিত্র তুলে ধরার পাশাপাশি অন্যান্য মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ১৮টি জাতীয় দৈনিক ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ সংগৃহীত তথ্য অনুযায়ী এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এমএসএফের প্রতিবেদনের তথ্য বলছে, চলতিমাসে সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লংঘনের ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর। সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি একইদিনে কাছাকাছি জায়গায় মহাসমাবেশ অনুষ্ঠানকে কেন্দ্র করে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসের যে ঘটনা ঘটে গেল তা এক কথায় ভয়াবহ। পুলিশ ও বিরোধী দলীয় কর্মীসহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুইজন। ঘটেছে সাংবাদিক লাঞ্ছনা, অগ্নিসংযোগ এবং প্রধানবিচারপতির বাসভবনে হামলার মত ন্যাক্কারজনক ঘটনা। সাধারণ জনগণের নিরাপত্তাবোধ প্রচণ্ড রকম নাড়া খেয়েছে। এর মধ্যে বিএনপির হরতালের দিন নিহত হয়েছেন আরও একজন। যানবাহনে অগ্নিসংযোগও করা হয়েছে।

এছাড়া সমাবেশের আগে সরকার সম্ভাব্য সহিংসতা প্রতিরোধের দায়িত্ব পালনের কারণ দেখিয়ে তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা-কর্মী গ্রেফতার করা হয়। তল্লাশি, চলাচলে বাধা সৃষ্টি ও বল প্রয়োগ করার ফলে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সকল দলের কর্মসূচি পালনের জন্য অনুকূল না হয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ তাদের।

বিজ্ঞাপন

২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই হাজার ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে ১০১টি। এদের মধ্যে ২৫ থেকে ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে এক হাজার ৩৮৩ জন বিরোধী দলীয় কর্মী ও সাধারণ নাগরিককে গ্রেফতার ও আটক করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৯ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৭২৯ জন বিরোধী দলীয় কর্মীদের গ্রেফতার করা হয়। শুধুমাত্র ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ৬৮টি মামলা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এ সব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানাই।

সারাবাংলা/আরএফ/এনইউ

অক্টোবর এমএসএফ মানবাধিকার সংগঠন রাজনৈতিক সহিংসতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর