Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৩ ১৩:৫৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ ১৬:৪৭

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মিরপুর ১১-তে তৃতীয় দিনের মতো রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন করেছেন গার্মেন্টস শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে র‌্যাব-৪।

বুধবার (১ নভেম্বর) দুপুরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কথা বলেন র‌্যাব-৪ এর কমান্ডার লে. কর্নেল রহমান। তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনের ভিতরে বাহিরের লোক ঢুকে গেছে। তারা নাশকতা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

শ্রমিকদের উদ্দেশে লে. কর্নেল রহমান আরও বলেন, ‘আজ ১ তারিখ, আপনাদের আজকে বেতন হওয়ার কথা, কিন্তু হয়নি। কেন হয়নি? আপনারা কাজে যোগ দেননি বলে আজ বেতন পাননি।’

এর আগে, বুধবার সকালে মিরপুর ১১’র সড়কে অবস্থান নেন গার্মেন্টস শ্রমিকরা। এতে রাস্তা ও মিরপুর ১১ মেট্রোরেল স্টেশন বন্ধ হয়ে যায়। অফিস যাত্রী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে গত সোমবার (৩০ অক্টোবর) কর্মসূচি ছিল পোশাক শ্রমিকদের। রাজধানীর মিরপুরসহ সাভার ও গাজীপুরেও পোশাক শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এ সময় গাজীপুরে এক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে পরদিন মঙ্গলবারও তারা রাজপথে নেমেছিলেন। তারই ধারাবাহিকতায় আজও আন্দোলন করেন গার্মেন্টস শ্রমিকরা।

শ্রমিকরা যে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ শুরু করেছে সেগুলো হলো— বেসিক মজুরি ৬৫ শতাংশ রেখে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করতে হবে; মজুরি ঘোষণা হওয়ার প্রথম বছর থেকেই প্রতি বছর মোট বেতনের ১০ শতাংশ হারে মজুরি বাড়াতে হবে; সাতটি গ্রেডের বদলে পাঁচটি গ্রেড নির্ধারণ করতে হবে, আনুপাতিক হারে সব গ্রেডে সমান হারে মজুরি বাড়াতে হবে এবং পিস রেট/সোয়েটার শ্রমিকদের বেসিক ৩ নম্বর গ্রেডে নির্ধারণ করতে হবে; এ বছরের নভেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে ডিসেম্বর মাস থেকে সব পোশাক কারখানায় বাস্তবায়ন করতে হবে; এবং কারখানাভিত্তিক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/রমু/এনএস

গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর