গাবতলী থেকে ছাড়েনি দূরপাল্লার বাস, সড়কে যাত্রীও কম
৩১ অক্টোবর ২০২৩ ১০:১৫
ঢাকা: রাজধানীর গাবতলী থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করছে না। তবে স্বল্প দূরত্বের কিছু বাস মাঝেমধ্যে চলাচল করতে দেখা গেছে। উত্তরবঙ্গ থেকে আমিন বাজার হয়ে রাজধানীর প্রবেশ পথে যানবাহন চলাচল একেবারে নেই বললেই চলে। তবে বসুমতি পরিবহনের বাসগুলোকে চলতে দেখা গেছে।
বিএনপি ও জামায়াতের ইসলামীর ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর গাবতলী, মিরপুরের মাজার রোড, টেকনিক্যাল, শ্যামলি ও কল্যাণপুর ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মঙ্গলবার আমিন বাজার সেতুর পূর্ব পাশে বাসের জন্য স্ত্রী-ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকা মাজহারুল ইসলাম নামের এক যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাবো এবং এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস পাচ্ছি না। এখন ভেঙে ভেঙে যাওয়ার চিন্তা করছি।’
বাসের জন্য অপেক্ষা করতে থাকা সালমা নামের আরেক নারী বলেন, ‘অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছি, মানিকগঞ্জের কোনো বাস পাচ্ছি না।’
তবে বসুমতি পরিবহনের কর্মী (ওয়েবিল লেখক) সজল হোসেন সারাবাংলাকে বলেন, ‘সকাল থেকে গাবতলী থেকে গাজীপুরগামী আমাদের বসুমতি কোম্পানির ৪৭টি বাস চলাচল করছে। তবে যাত্রী একেবারেই কম।’
গাবতলী এলাকায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের সার্জেন্ট হুমায়ূন সারাবাংলাকে বলেন, ‘গাবতলী এলাকায় ভোর সাড়ে ছয়টা থেকে দায়িত্ব পালন করছি। সড়কে কোনো জ্যাম বা বিশৃঙ্খলা নেই। স্বাভাবিক ভাবেই যানবাহন চলছে ‘
এদিন গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের বসে থাকতে দেখা যায়। সেখানে কয়েকজনের হাতে লাঠিসোটাও দেখা যায়। ‘অবরোধ মানি না, মানব না’সহ তারা নানা ধরনের স্লোগানও দিচ্ছেন।
সারাবাংলা/কেআইএফ/এমও