Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি ব্যাংকের নিট মুনাফা ১৫ শতাংশ বেড়েছে

সারাবাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩ ২৩:৫৯

ঢাকা: সিটি ব্যাংক তাদের ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে যে, ব্যাংকটির নিট মুনাফা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে।

সোমবার (৩০ অক্টোবর) অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৩ এই নয় মাসে ব্যাংকটির সম্মিলিত কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। গতবছর একই সময়ে এই মুনাফা ছিল ৩৩১ কোটি টাকা। এ কারণে সিটি ব্যাংকের সম্মিলিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯ পয়সা, যা ২০২২ সালের একই মেয়াদে ছিল ২ টাকা ৭০ পয়সা।

অনুষ্ঠানে ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক বিস্তারিতভাবে বর্ণনা করেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।

এ সময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন- ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ, ডিএমডি ও চিফ রিস্ক অফিসার মেসবাউল আসীফ সিদ্দিকী, ডিএমডি ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার।

উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি বিশেষ করে টেকসই ও সবুজ অর্থায়ন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

সারাবাংলা/পিটিএম

নিট মুনাফা সিটি ব্যাংক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর