Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ি নারীকে ধর্ষণ, কঠোর শাস্তি চায় হিল উইমেন্স ফেডারেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ২১:৩৬

রাঙ্গামাটি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক পাহাড়ি নারী ধর্ষণ ও রাঙ্গামাটির লংগদুতে স্কুলপড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ে সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির এই সহযোগী সংগঠনটি।

বিজ্ঞাপন

মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রিকা চাকমার সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমার সভাপতিত্বে মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন আইনজীবী জুয়েল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক চারুলতা তঞ্চঙ্গ্যা।

এ সময় বক্তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীর ওপর যৌন সহিংসতার ঘটনা নতুন নয়। ঘটনার পর দোষীদের শাস্তি না দেওয়ার কারণে এ সব ঘটনা ঘটে চলছে। ঘটনার পর আসামিদের গ্রেফতার করা হলেও আইনের আওতায় তাদের শাস্তি প্রদান করা হয় না; ফলে অপরাধীরা বারংবার পার পেয়ে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটে না।’

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ ও বাস্তবায়নসহ লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টাকারীকে দ্রুত গ্রেফতার ও খাগড়াছড়ির মানিকছড়ি ঘটনায় গ্রেফতার তিন আসামিকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

পাহাড়ি নারী হিল উইমেন্স ফেডারেশন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর