Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে চাহিদার বেশি পানি উৎপাদন করছে ওয়াসা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৩ ১৯:২২

ঢাকা: রাজধানী ঢাকায় দৈনিক চাহিদার বেশি পানি উৎপাদন করছে ঢাকা ওয়াসা। ঢাকা শহরে প্রতিদিন মোট পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার এবং ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী এ সব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, ‘বিগত এক দশকে ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির আওতায় ঢাকা ওয়াসা চাহিদার তুলনায় উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। ঢাকা শহরে মোট দৈনিক পানির চাহিদা ২৬০-২৬৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। ঢাকা ওয়াসার বর্তমান দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার। রাজধানী ঢাকা শহরের উত্তর সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১৩৫ কোটি লিটার, এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১২৫ কোটি লিটার।’

মন্ত্রী আরও বলেন, ‘পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল PAC (Poly Aluminum Chloride) অ্যালাম সালফেট ও Chlorination এর মাধ্যমে পরিশোধন করা। হয়। এবং WHO (World Health Organization) & ECR 97 অনুসরণ করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর নেটওয়ার্কে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা নগরীর বিভিন্ন স্থান হতে প্রতিদিন ৪০-৫০ টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমান নিশ্চিত করা হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

ওয়াসা তাজুল ইসলাম পানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর