Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনে ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধের দাবি বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ২১:৪১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ২১:৫১

ঢাকা: ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ। রোববার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে ফিলিস্তিনে নারী ও শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন আয়োজনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ২৭ অক্টোবর অনুষ্ঠিত অধিবেশনে গৃহীত রেজ্যুলেশনে সহযোগিতা করেছে বাংলাদেশ। সাধারণ পরিষদের ওই রেজ্যুলেশনে ইসরায়েলকে ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যাকে জোর করে স্থানান্তরের প্রচেষ্টা বন্ধ করতে এবং অবৈধভাবে বন্দি সব বেসামরিক নাগরিকদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, আমরা রেজ্যুলেশন গৃহীত হওয়ার পরপরই গাজায় হামলা বাড়িয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের প্রতি ইসরায়েলের চরম অবহেলার নিন্দা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর উপায়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিক্রিয়া ওই দিন থেকে ফিলিস্তিনে লাগাতার অভিযান চালাচ্ছে ইসরাইল। অব্যাহত অভিযানে ফিলিস্তিনে এ পর্যন্ত অন্তত আট হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যার বড় অংশ শিশু। গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধে চরম মানবিক সংকট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বরাবরই গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে আসছে। এছাড়া এই সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘের প্রস্তাবিত দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের তাগিদ দিচ্ছে।

সারাবাংলা/আইই/টিআর

পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিন ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর