মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ
২৯ অক্টোবর ২০২৩ ১৮:৩৯
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আব্দুর রশিদ (৩৫) নামে বিএনপির এক নেতাকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে করেছে পরিবার। আব্দুর রশিদ আদাবর থানার সাবেক যুবদল নেতা। তিনি আদাবরের ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন।
পরিবার জানিয়েছে, আবদুর রশিদ মিছিল শেষে করে বাসায় ফেরার সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীরা রাস্তা থেকে ধরে নিয়ে যান। এরপর তাকে একটি নির্মাণাধীন ভবনের ছাদে নেওয়া হয়। সেখানে তাকে নির্মমভাবে মারধর করে পরে ছাদ থেকে নিচে ফেলে দেন।
আবদুর রশিদ সর্দারের বাবা নাম মো. খলিল সর্দার। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে থাকতেন।
আব্দুর রশিদের গ্রামের বাড়ি নাটোরের লালপুরে।
লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
মোহাম্মাদপুর জোনের পুলিশের সহকারী কমিশনার আজিজুল ইসলাম বলেন, ‘গাড়িতে আগুন দিয়ে পালানোর সময় আব্দুর রশিদ ছয়তলা ভবনের দেয়াল বেয়ে উপরে ওঠে। পুলিশ সেখানে গেলে তিনি পাশের একটি ছাদে লাফ দেন। এতে তার মৃত্যু হয়।’
সারাবাংলা/ইউজে/একে