Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৩ ০৭:৪৭

খুলনা: ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৫৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ে টার্নিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শাহ আলম জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। খুলনা নগরীর খালিশপুর এলাকায় থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে মোটরসাইকেলযোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে।

বিজ্ঞাপন

এসময় মোটরসাইকেল আরোহী শাহ আলম আহত হন। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত বলে ঘোষণা করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, ‘পুলিশ ঘাতক বাসটির পিছু নিয়ে আটক করেছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো