ফিলিস্তিনিদের ওপর হামলায় নিন্দা জানাল ওআইসি’র প্রতিনিধিরা
১৭ মে ২০১৮ ১১:০১ | আপডেট: ১৭ মে ২০১৮ ১১:০৪
।। নিউইয়র্ক থেকে ।।
জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন নিয়ে সৃষ্ট সহিংসতায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরাইয়েলি বাহিনীর অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর স্থায়ী প্রতিনিধিরা।
বুধবার (১৬ মে) নিউইয়র্কে জাতিংসঘের সদরদপ্তরে এক জরুরি সভায় তারা এ নিন্দা জানান। ওআইসি’র নবনিযুক্ত কাউন্সিল সভাপতি হিসেবে সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সভায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী করণীয় কী হতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়। রাষ্ট্রদূতেরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে সাম্প্রতিক সহিংসতার ঘটনার আন্তর্জাতিকভাবে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ওপর জোর দেন। একইসঙ্গে ফিলিস্তিনে শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়।
এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৮ মে অনুষ্ঠেয় মানবাধিকার কমিশনের জরুরি সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রতিনিধিরা। তারা দূতাবাস স্থানান্তরের বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহারে যুক্তরাষ্ট্র প্রশাসনকে অনুরোধ জানান। অন্য কোনো সদস্য রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্রকে অনুসরণ না করে সে বিষয়ে কূটনৈতিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভার শুরুতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সহিংসতায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক ও রাষ্ট্রদূত ড. রিয়াদ এইচ. মনসুর। এছাড়া আগামী ১৮ মে তুরস্কে অনুষ্ঠেয় ওআইসি’র বিশেষ জরুরি শীর্ষ সম্মেলনের বিষয়ে সভাকে অবহিত করেন তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফেরিদুন হাদি সিনিরলিওগুলু।
সারাবাংলা/আইএ