Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে জাহাজ নির্মাণে বেলজিয়ামের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ২০:২১

ঢাকা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলেকজান্ডার ডি ক্রুর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর ব্যাপারে একমত হন দুই প্রধানমন্ত্রী। এ সময় ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে উচ্চমানের জাহাজ নির্মাণে বেলজিয়ামের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি, বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন জাহাজ তৈরি করছি। তবে আপনারা বাংলাদেশে এসে উচ্চমানের জাহাজ তৈরি করতে পারেন। আমরা পায়রায় একটি বড় সমুদ্রবন্দর নির্মাণ করছি। সুতরাং, আপনাদের স্বাগত জানাই।’

বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু আশা প্রকাশ করেন যে, তারা নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতায় কাজ করবে। জবাবে শেখ হাসিনা বলেন, বেলজিয়াম শুধু নবায়নযোগ্য জ্বালানি নয়, জাহাজ নির্মাণ খাতেও বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে।

মোমেন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ওষুধ খাতে সহযোগিতার জন্য বেলজিয়ামকে একটি অংশীদারিত্ব চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, বেলজিয়ামের প্রধানমন্ত্রী যখন বলেছিলেন, তার দেশ ওষুধ শিল্পে খুব ভালো, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন- বাংলাদেশও ওষুধ খাতে ভালো। কারণ অভ্যন্তরীণ চাহিদার ৯০ শতাংশ পূরণ করে এবং বিশ্বের ১১৭টি দেশে ওষুধ রফতানি করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

একই দিনে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ব্রাসেলসে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম বৈঠকে অংশ নিতে বেলজিয়ামে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/আইই/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী বেলজিয়াম লুক্সেমবার্গ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর