মহাসমাবেশকে কেন্দ্র করে এক রাতে গ্রেফতার ১৫০ নেতা-কর্মী: রিজভী
২৬ অক্টোবর ২০২৩ ১৫:২৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৫:৪৭
ঢাকা: আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্রী করে গত রাতে সারাদেশে ১৫০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০টি নতুন মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী।
রুহুল কবির রিজভী দেওয়া তথ্যমতে, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গতরাত ২ টার সময় সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেষ্টুরেন্টের বিল্ডিংয়ে খায়রুল কবির খোকনের ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য মেহেদী হাসান সাকবরকে গভীর রাতে পুলিশ গ্রেফতার করার পর পুলিশী নির্যাতনে তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. মো. নুরুল ইসলাম, সদস্য জামাল মন্ডল ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য তাজুল ইসলামকেও গভীর রাতে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল ও তার ছেলে ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান রনি, কাফরুল থানা বিএনপির সাবেক সিনিয়র সহ—সভাপতি আলী আরশাদ মামুন, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুয়েল মোল্লা, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম, কাফরুল থানাধীন ১৬ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো. রুখুন উদ্দিন, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দারকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীচর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন, ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, ধানমন্ডি থানা বিএনপি নেতা মো. সুমন, চকবাজার থানাধীন ২৮ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী মো. মনিউর রহমান মনির, নিউমার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেন, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লাভলু মোল্লা, ঢাকা কলেজ ইউনিট সভাপতি মো. মহিউদ্দিন, ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা প্রদীপ, চকবাজার থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, বংশাল থানার ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আলম, বিএনপি নেতা মো. জসিম, মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. রাকিবুল হক সরকার, থানা ছাত্রদলের সদস্য সচিব মারুফ সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল—খালিদ রুবেল, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা রিফাত আহমেদ, কোতোয়ালী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, শাহবাগ থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোল্লা, শাহজাহানপুর থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম আলী, ১১ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সদস্য মো. মামুন, যাত্রাবাড়ী থানাধীন ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. ফিরোজ, ডেমরা থানাধীন ৭০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মাফিজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও ওয়ারী থানা যুবদলের নেতা শরীফ হোসেনকে না পেয়ে তার বড় ভাই মো. জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান রুহুল কবির রিজভী।
তিনি জানান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব রহমানকে গভীর রাতে বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা ছাত্রদল নেতা কাইয়ুম আহমেদ জয়, ৯ নম্বর উত্তর পাহারতলী যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও ডবলমুরিং থানা বিএনপি নেতা মো. সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুন হোসেন রাসেল, বেড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম প্রামানিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফারুক আহমেদ জনি, ছাত্রদল নেতা সাকিব হাসান ও সিনিয়র যগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ—সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, নওগাঁ পৌর যুবদলের সদস্য আশিকুর আজাদ আশিক ও মান্দা উপজেলা যুবদলের সদস্য শান্ত মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী জেলা যুবদলের সদস্য জুয়েল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুলেট, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রনি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবির বুলেট, ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল মেম্বার, চরঘাট উপজেলা যুবদল নেতা রতন, কাকনহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমকে গভীর রাতে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
নেত্রকোনা জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপন খানকে গতরাতে গ্রেফতার করে পুলিশ। টাঙ্গাইল জেলাধীন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম হীরা, যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সদস্য জাবিরুল ইসলাম, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান খালেক, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. মোতালেবকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, বোনার পাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান কবির রাহুল, বিএনপি কমীর্ সালাউদ্দীন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম রাব্বানী, যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম শাপলা, ২ নম্বর ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, ইউনিয়ন যুবদলের সদস্য হাসান কবির, মো. লেবু মিয়া, শ্রমিকদল নেতা নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, ইউনিয়ন বিএনপির সদস্য মো. মশিউর রহমান, জেলা যুবদলের সহ—পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ছামিউল ইসলাম, সোনারগাাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইমতিয়াজ আহমেদ ও উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো. রায়হান মাহামুদকে গতরাতে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলামকে বাসায় না পেয়ে তল্লাশীর নামে পুলিশ বাসার আসবাবপত্র ভাংচুর করেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ মিলার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রানীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতিক, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বালিয়াডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ, সদস্য মিঠু, ওলামা দল নেতা জাহেরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলাধীন সুখানপুর ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা আল—আমিন, কৃষকদল নেতা ইদু উল্লাহ, টিংকু, রুহিয়া থানাধীন ১ নম্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান আলী ও ছাত্রদল নেতা আল—আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিউল ইসলাম সবুজকে গতরাত ২টার সময় গ্রেফতার করে পুলিশ। ঝিনাইদহ জেলার সদর উপজেলার ১৭ নম্বর ওয়ার্ড নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মজলেম, মধুহাটি ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুর রহমান, ১ নম্বর মধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরজ আলী, হরিশংকরপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মজিদ মন্ডল, ৬ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো. বাচ্চু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
কুমিল্লা দক্ষিণ সদর উপজেলা তাঁতী দলের সদস্য সচিব শফিকুর রহমান, শ্রমিকদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবকদল নেতা মোবারক হোসেন ও সোহাগকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান রুহুল কবির রিজভী। আটক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন বিএনপির এই মুখপাত্র।
সারাবাংলা/এজেড/ইআ