Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে নৌকা ডুবে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৩ ১৩:২৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৫:০৫

বান্দরবান: বান্দরবানের সাঙ্গু নদী থে‌কে নৌকা ডু‌বে নি‌খোঁজ হওয়া লংরে খুমি (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থে‌কে লাশ‌টি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দি‌কে নদী‌তে এক‌টি লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেন এক মাঝি। পরে পু‌লিশ, দমকলবা‌হিনী ও স্থানীয়রা মিলে লাশ‌টি উদ্ধার করে।

বান্দরবানের ফায়ার সার্ভিসের ইউনিট পরিদর্শক মো. ইসমাইল হোসেন একজনকে উদ্ধার করার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন। তিনি জানান, সকা‌ল থে‌কে উদ্ধার অভিযান চল‌ছে। একজ‌নের লাশ উদ্ধার করা হয়েছে। নি‌খোঁজ বাকি দুইজন‌কে উদ্ধা‌রে এখনো অভিযান চলছে।

এর আগে, বুধবার রা‌তে নৌকা ডুবে তিনজন নি‌খোঁজ হন। এরপর আজ সকাল থে‌কে উদ্ধার অভিযানে না‌মে পু‌লিশ, দমকলবা‌হিনী ও স্থানীয়রা। এখ‌নো আরেও দুইজন নি‌খোঁজ আছেন। তারা হ‌লেন- অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমি (৪৫) ও চয়অং খুমি পাড়ার ছাই খুমি (৩০)।

সারাবাংলা/ইআ

নৌকাডুবি লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর