Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংগু নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৩ ২৩:০৩

বান্দরবান: জেলার সাংগু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিন জন নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) রাতে থানচির ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন জন হলেন- অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমি (৪৫), লংরে খুমি (২১) এবং চয়অং খুমি পাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।

স্থানীয়রা জানান, সকালে ছোট মদকের অংলে খুমি পাড়া থেকে নয় জন যাত্রী নিয়ে রেমাক্রী বাজারে আসে ইঞ্জিনচালিত নৌকাটি। সেখান থেকে বাজার নিয়ে ফেরার পথে নদীর পানির নিচে পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ছয় জন তীরে উঠলেও তিন জন নিখোঁজ রয়েছেন।

থানচি ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘নৌকা ডুবে নিখোঁজের খবর পেয়েছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারের জন্য কাল সকালের আগে ঘটনাস্থলে যাওয়া সম্ভব নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরফাত বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি রাত আট টার দিকে। এত রাতে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা সম্ভব নয়। কাল সকালে ঘটনাস্থলে যাব।’

এদিকে, থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, ‘দুর্গম এলাকায় ঘটনাটি ঘটেছে এবং অনেক রাতে সংবাদটি পেয়েছি। তাই ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে কাল ভোরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিখোঁজ নৌকাডুবি বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর