ভৈরব দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
২৪ অক্টোবর ২০২৩ ১০:৪৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১২:১৬
ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ১৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনার পরপর শুরু হয় উদ্ধার অভিযান।
ওসি আলিম হোসেন শিকদার জানান, দুর্ঘটনায় উল্টে যাওয়া এগারসিন্ধুর ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরই বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। এখন সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক।
উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ, র্যাবসহ সরকারি বিভিন্ন সংস্থা। এছাড়াও উদ্ধার কাজে সহযোগিতা করে স্থানীয় জনতাসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গতকাল সোমবার বিকেল থেকে টানা উদ্ধার অভিযান শেষে তা সম্পন্ন হয় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা গতকাল রাতে বিভিন্ন পক্ষ ২০ জনের কথা বললেও ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে ১৭ জনের মরদেহ উদ্ধারের কথা বলছে ফায়ার সার্ভিসের সূত্র।
সারাবাংলা/ইউজে/এনএস