খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৩ ১৭:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:৫৩
২২ অক্টোবর ২০২৩ ১৭:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ১৭:৫৩
খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার মনোয়ারা বেগম (৭০) এবং রূপসা উপজেলার রাশিদা (৪৫)।
রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত মারা গেছেন দুইজন। আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫ জন। হাসপাতালে বর্তমানে ২০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৪ জন।
সারাবাংলা/একে