সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
২০ অক্টোবর ২০২৩ ১২:৫৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৩:০০
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বাগবাটিতে আলামিন (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় তার বন্ধু আল আমিন শেখ গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহটি সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আলামিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুর্বৃতদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আলামিন মারা যান গুরুতর আহত হন তার বন্ধু আল আমিন শেখ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত আলামিনের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হায়দার আলীসহ তার ছেলে এই হামলায় জড়িত থাকতে পারে বলে নিহতের পরিবারের অভিযোগ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।
সারাবাংলা/এনইউ