Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৩ ০০:২১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপের ধাক্কায় বেল্লাল হোসেন রানা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বেল্লাল হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের নবীউল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে সানারপাড় এলাকায় ভাড়া থাকতো।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চাকরি করতেন তিনি। রাতে কাজ শেষে ভাড়ায়চালিত মোটরসাইকেল করে সানারপাড়ের বাসায় যাচ্ছিলেন। পথে হানিফ ফ্লাইওভারের কাজলা এলাকায় এলে পেছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে বেল্লাল হোসেন গুরুতর আহত হন। এ সময় চালকও সামান্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে বেল্লাল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পিকআপটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। মৃতদেহ ময়নাতদন্তের ঢামেক মর্গে রাখা আছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নিহত মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর