ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৩ ২০:৪৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২০:৪৭
১৮ অক্টোবর ২০২৩ ২০:৪৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২০:৪৭
ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি মোকাদ্দেস মৃধা ওরফে মোকা (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা মোকাদ্দেস মৃধাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢামেকে দায়িত্বরত কারারক্ষি মো. রোকনুজ্জামান জানান, মোকাদ্দেস মৃধা সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তার কয়েদি নম্বর ৯২৩৮/এ।
সারাবাংলা/এসএসআর/এনইউ