‘জয় বাংলা’ বলে শিক্ষক বরখাস্ত, সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ
১৮ অক্টোবর ২০২৩ ১৯:০১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ২১:৪৪
ঢাকা: নাটোরে শোক দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের তলব আদেশের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাজিরের পর বুধবার (১৮ অক্টোবর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী বশির আহমেদ। জেলা শিক্ষা অফিসারের পক্ষে ছিলেন গাজী মোস্তাক আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
পরে আইনজীবী বশির আহমেদ জানান, শিক্ষা অফিসার হাজির হয়ে ক্ষমা চেয়েছেন। আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তসহ নেওয়া প্রসিডিংস সাত দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে বলেছেন। আর ১১ নভেম্বর এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৩০ আগস্ট রিট করেন আইনজীবী বশির আহমেদ। এ বিষয়ে প্রকাশিত হওয়া সংবাদ যুক্ত করে রিট করেন তিনি। এরপর জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান দেওয়ার কারণে শিক্ষক মাসুদুর রহমানের বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, আদালত এই মর্মে রুল জারি করেন। আর আজকের তারিখে (১৮ অক্টোবর) ওই শিক্ষা কর্মকর্তাকে তলব করা হয়। সেই অনুসারে আজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী হাইকোর্টে হাজির হন।
প্রকাশিত সংবাদে বলা হয়, নাটোরের গুরুদাসপুর উপজেলায় শোক দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে এমপির নির্দেশে বরখাস্ত করেছে জেলা শিক্ষা অফিস।
গত ২২ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবীর সই করা এক চিঠিতে গুরদাসপুর উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খ. ম. জাহাঙ্গীর হোসেন বলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানে যোগ দেওয়ায় স্থানীয় এমপির নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে মাসুদুর রহমানেকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি দোষ স্বীকার ক্ষমা প্রার্থনা করেন। পরে ওই শিক্ষকের জবাবের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হলে তিনি সাময়িক বরখাস্তের আদেশ দেন।
নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী বলেন, গুরুদাসপুর উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে স্থানীয় সংসদ সদস্য ওই শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেন। এমপির নির্দেশ পেয়ে ওই শিক্ষককে প্রথমে শোকজ এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে অভিযুক্ত শিক্ষক মাসুদুর রহমান এক সংবাদ সম্মেলনে লিখিত জবাবে উল্লেখ করেন, গত ১৪ আগস্ট সন্ধ্যা ৬টার জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের পরিপ্রেক্ষিতে এবং প্রস্তুতি উপলক্ষে প্রস্তুতি সভা ও একটি গণমিছিলে অংশ নিই। মিছিলে আমি দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক হিসেবে স্লোগান দিয়েছি।
সারাবাংলা/কেআইএফ/এনইউ