Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ২৩:৩৩

ঢাকা: দেশের চারটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) চট্টগ্রামে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, নাটোর কাদিরাবাদ সেনানিবাস, নীলফামারী সৈয়দপুর সেনানিবাস ও গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাসে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মাধ্যমে সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারিতে এক হাজার ৪১ জন পুরুষ, কোর অব ইঞ্জিনিয়ার্স ও কোর অব মিলিটারি পুলিশে ৯৩৯ জন (পুরুষ ৮৮৮ জন ও নারী ৫১ জন), কোর অব ইএমইতে ৪৯৪ জন (পুরুষ ৪৫৬ জন ও নারী ৩৮ জন) এবং আর্মি অর্ডন্যান্স কোরে ২৩৩ জন (পুরুষ ২২২ জন ও মহিলা ১১ জন) নবীন সৈনিক হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানগুলোতে দেশমাতৃকার সেবায় একবিংশ শতাব্দির কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অন্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/একে

কুচকাওয়াজ বাংলাদেশ সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর