প্রেস ক্লাবে টেবিল টেনিসে জয়ী মামুন, রহমান মুস্তাফিজ ও মাহমুদ
১৭ অক্টোবর ২০২৩ ২০:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ২১:১২
ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে একক টেনিসে প্রথম হয়েছেন গুড মর্নিং পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ মামুন, দ্বৈততে চ্যাম্পিয়ন হয়েছেন সারাবাংলা ডটনেটের প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের হাসিফ মাহমুদ শাহ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ সাহা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ৮ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ অনুষ্ঠিত হয় টেবিল টেনিস প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় একক-এ প্রথম হয়েছেন গুড মর্নিং পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ মামুন, দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির হাসিফ মাহমুদ শাহ, তৃতীয় হয়েছেন আনোয়ার হোসেন।
দ্বৈততে সৈয়দ মামুন ও জসিম উদ্দিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রহমান মুস্তাফিজ ও ইন্ডিপেনডেন্ট টিভির হাসিফ মাহমুদ শাহ, তৃতীয় হয়েছেন ডেইলি অবজারভারের কাজী আবদুল হান্নান ও বাংলাদেশ খবর এর আলী হোসেন।
টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ সাহা ও অন্যরা।
গত ২০ বছর বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু এ প্রতিযোগিতা পরিচালনা করেছেন। তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আগামী ২০ অক্টোবর শুক্রবার ভোরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/একে