Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক অ্যাডিশনাল এসপি মোমিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৩ ১৯:৪৫

ঢাকা: বিবাহের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশের সাবেক অ্যাডিশনাল পুলিশ সুপার (এসপি) মোমিন উল্লাহ পাটোয়ারীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে ৫৬ বছরের আমেরিকান প্রবাসী এক নারী মামলাটির আবেদন করেন।

এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৯ নভেম্বর ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, কাফরুল থানার সাবেক ওসি (অফিসার ইনচার্জ) মো. সেলিমুজ্জামান, সাবেক ওসি (তদন্ত) মোহাম্মদ আবু আজিম, সাবেক এসআই টি, এম ফরিদুল আলম, ঢাকা উত্তরের সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কমিশনার সাখাওত হোসেন ও আফরোজা।

বিজ্ঞাপন

বাদীপক্ষের আইনজীবী শামীম আহমেদ মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর এজাহার থেকে জানা যায়, ২০২০ সালের ১৪ অগাস্ট পুলিশের সাবেক এডিশনাল এসপি মোমিনের বাসায় ভাড়াটিয়া হিসাবে ওঠেন ভিকটিম। বাসা ভাড়া ও ফার্নিচারের অ্যাডভান্স হিসাবে ৬ লাখ টাকা নেন। ভাড়াটিয়া হিসাবে ১৮ দিন অবস্থানকালে আসামি ভিকটিমকে বিবাহের প্রস্তাব দেয়। ভিকটিম বিবাহের প্রস্তাবে রাজি না হলে মোমিন তার বাসার বাহির থেকে ভিকটিমকে তালাবদ্ধ করে রাখে। এরপর ভিকটিম জীবন বাঁচার জন্য ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়। মোমিনের বাসায় কোটি টাকার মালামাল রেখে ভিকটিম চলে আসে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও ওয়ার্ড কমিশনার ভিকটিমের মালামাল উদ্ধার না করে আসামি পক্ষ নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন বাদী।

মামলার এজাহারে আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করেন ভিকটিম।

সারাবাংলা/এআই/একে
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো