Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩ ১২:১০

ঢাকা: যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের ওপর এক বিশেষ সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

ব্যাংকের সাইবার অ্যাওয়ারনেস ও প্রস্তুতির উপর বিস্তারিত আলোকপাত করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সিস্টেম এনালিস্ট এস এম তোফায়েল আহমেদ। এছাড়া সেমিনারে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন এপনিকের নির্বাহী কমিটির সদস্য জনাব সুমন আহমেদ সাবির।

বিজ্ঞাপন

এসময় ব্যাংকের বিভাগীয় প্রধানগণ সহ ব্যাংকের CIRT সদস্য, শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেমিনারে অংশ নেন। বক্তারা সাইবার নিরাপত্তা যথাযথভাবে অবলম্বনের গুরুত্ব ব্যাখ্যার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরকে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিতে বিশ্লেষণধর্মী পরামর্শ দেন।

উল্লেখ্য যে, বর্তমান বিশ্বের সাইবার আক্রমণ ও ঝুঁকির পরিপ্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে যমুনা ব্যাংক এ বছরের অক্টোবর মাসব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মসূচি পালন করছে।

সারাবাংলা/এমও

যমুনা ব্যাংক সাইবার সিকিউরিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর