Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকারে ফেনসিডিল, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ২০:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ২০:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা ‍পুলিশ। গ্রেফতার তিনজনের মধ্যে একজন পুলিশ কনস্টেবল বলে ডিবি জানিয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার তারা গেইট এলাকায় প্রাইভেট কারটিতে তল্লাশি চালানো হয়।

গ্রেফতার তিনজন হলেন- আশরাফুল হাসান (২৯), আবু মুসা (৪০) ও এজাহার মিয়া (৩২)। এদের মধ্যে আশরাফুল খাগড়াছড়ি জেলার রামগড় থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান সারাবাংলাকে বলেন, ‘আশরাফুল পুলিশ সদস্য। অন্য দুজন মাদক ব্যবসায়ী। তিনজন পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা করতেন। তারা ফেনসিডিল নিয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশের পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার থেকে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদক আইনে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ডিবি কর্মকর্তা নিহাদ আদনান তাইয়ান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনইউ

গ্রেফতার চট্টগ্রাম টপ নিউজ প্রাইভেটকার ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর