Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল ঘোষণার পর আগের মামলায় কাউকে গ্রেফতারে ইসির না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৩ ১৪:৫২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৫:০৯

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, ‘তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে।’

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেফতার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেফতার করুন, তফসিল ঘোষণার পর গ্রেফতার যেন না হয়।’

ইসি আলমগীর বলেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।’

বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেফতার করতে পারেন না- সিইসি এই কথা আগেই বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেফতার করতে হবে তফসিল ঘোষণার আগে।’

সারাবাংলা/জিএস/এমও

ইসি গ্রেফতার তফসিল ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর