Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসরাইলকে গণহত্যায় প্রকাশ্য মদদ দিচ্ছে আমেরিকা’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৩ ১৯:২২

চট্টগ্রাম ব্যুরো: ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি। সমাবেশে নেতারা বলেছেন, ইসরাইলকে সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ। তারাই ইসরাইলকে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর নিউমার্কেট চত্বরে জেলা ওয়ার্কার্স পার্টি সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আবু হানিফ।

বিজ্ঞাপন

সমাবশে আবু হানিফ বলেন, ‘ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর ইসরাইল ইতিহাসের ভয়াবহতম গণহত্যা শুরু করেছে। ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে- এ স্লোগান তুলে তাদের এ গণহত্যায় প্রকাশ্য মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই লাখের বেশি মানুষের খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গাজা ত্যাগের আলটিমেটাম চরম মানবাধিকার লঙ্ঘনের নজির তৈরি করেছে।’

তিনি বলেন, ‘আরও দুর্ভাগ্যের বিষয় হলো, কয়েকদশক ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরাইলকে ফিলিস্তিন দখলের জন্য সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র প্রতিদিন ইসরাইলকে দশ মিলিয়ন ডলার সহযোগিতা দিচ্ছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরাইলকে মানবাধিকার লঙ্ঘনে সহায়তার পাশাপাশি ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানান।

জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য দিদারুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা সদস্য নাসিরুদ্দিন মাহমুদ, মোখতার আহমেদ, আবু সৈয়দ বলাই, সুপায়ন বড়ুয়া, মো.মহসিন এবং খোকন মিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর